বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাবার অভিযোগে মাদকাসক্ত যুবকের কারাদণ্ড

  •    
  • ৫ মে, ২০২১ ২৩:০৫

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ্বরী গ্রামের দুলাল সরকারের ছেলে জীবন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রতিনিয়তই পরিবারের সদস্যদের ওপর অত্যাচার চালাতেন। এতে অতিষ্ঠ হয়ে বাবা দুলাল সরকার টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযোগ করেন।

টাঙ্গাইলের মির্জাপুরে বাবার অভিযোগে মাদকাসক্ত এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে সোনাতন সরকার জীবন নামে ওই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুবায়ের হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ্বরী গ্রামের দুলাল সরকারের ছেলে জীবন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রতিনিয়তই পরিবারের সদস্যদের ওপর অত্যাচার চালাতেন। এতে অতিষ্ঠ হয়ে বাবা দুলাল সরকার টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযোগ করেন।

তার অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ্ আল মামুন গাজেশ্বরী গ্রাম থেকে জীবনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। পরে বিচারক জুবায়ের হোসেন তাকে তিন মাসের কারাদণ্ড দেন।জুবায়ের হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ছেলেটির বাবা অভিযোগ করেছেন। তার অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ওই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর