নোয়াখালীর হাতিয়া উপজেলায় সরকারি ত্রাণ বিতরণের সময় বিতরণকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে হাতিয়া ডিগ্রি কলেজের আফাজিয়া ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ কুঠির হাতিয়ার সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মঞ্জুকে বেধড়ক মারধর করে তার মুঠোফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায়।
হামলার শিকার মঞ্জু বলেন, নোয়াখালী জেলা প্রশাসকের বরাদ্দ করা ছয় শ কেজি চাল হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে হাতিয়া ডিগ্রি কলেজর ক্যাম্পাসে বিতরণের সময় স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ কুঠির হাতিয়ার শাখার নেতৃবৃন্দ ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছিলেন ।
এর আগে স্বেচ্ছাসেবী সংগঠনটি ইউএনওর নির্দেশে ওই ত্রাণ বিতরণের জন্য ৬ শতাধিক লোকের তালিকা তৈরি করে যারে জনপ্রতি ১০ কেজি করে চাল দেয়া হবে। এ ঘটনায় কতিপয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য ক্ষুব্ধ হন।
বুধবার সকালে ত্রাণের চাল বিতরণের সময় স্থানীয় ছাত্রলীগ নেতা রুবেল ও ইউনুছের নেতৃত্বে ১৫-২০জনের একটি সংঘবদ্ধ দল বাংলাদেশ কুঠির সদস্যদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা তাকে জোরপূর্বক ধরে নিয়ে মারধর করে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়।
তবে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইমরান হোসেন হামলার বিষয়টি অস্বীকার করে বলেছেন, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। পরে সব ঠিকঠাক হয়ে গেছে। এ সময় তিনি ব্যস্ততার কথা বলে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।