ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর একটি আম বাগান থেকে পারভীন আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে সৎ ছেলে সোহেল রানা তাকে হত্যার পর সেখানে ফেলে যায়।
উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের দাড়িয়াবস্তী গ্রাম থেকে বুধবার বিকেলে পারভীনের মরদেহ উদ্ধার করা হয়। ৫০ বছরের পারভীন ওই গ্রামের ইসরাইল হকের দ্বিতীয় স্ত্রী।
সৎ ছেলে সোহেল উপজেলার বাদামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
নিহত পারভীনের মা ফেন্সি বেগম অভিযোগ করেন, ‘দীর্ঘদিন ধরে আমার মেয়ের খাওয়া-দাওয়া বন্ধসহ নানাভাবে অত্যাচার করে আসছিল সৎ ছেলে সোহেল। তাকে হত্যার পর বাড়ির পাশের আম বাগানে ফেলে রেখে আমাদের খবর দিছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক নিউজবাংলাকে জানান, মরদেহটি উদ্ধারের পর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মঙ্গলবার রাত থেকে ওই নারী নিখোঁজ ছিলেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ওসি আরও জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।