নেত্রকোণায় করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজের ঘাটতি রয়েছে প্রায় ১৮ হাজার।
তবে সিভিল সার্জন আশ্বস্ত করেছেন যে, সবাই দ্বিতীয় ডোজের টিকা পাবেন।
সিভিল সার্জন মো. সেলিম মিয়া জানান, জেলায় মোট ৫৮ হাজার ১৮৮ জনকে ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে।
মঙ্গলবার নাগাদ ২৮ হাজার ৮৮৩ জন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। জেলায় এখনও দ্বিতীয় ডোজ নেয়া বাকি রয়েছে ২৯ হাজার ৩০৫ জনের। জেলায় এখন মোট ১১ হাজার ৩৫০টি দ্বিতীয় ডোজ মজুত রয়েছে। ঘাটতি রয়েছে ১৭ হাজার ৯৫৫টি টিকার।
তাহলে দ্বিতীয় ডোজ কিভাবে সবাইকে দেয়া হবে এই প্রশ্নে জেলা স্বাস্থ্যবিভাগের সর্বোচ্চ এই কর্মকর্তা বলেন, আশা করছি কোনো না কোনো সোর্স থেকে টিকা পেয়ে যাব। যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দিতে পারব। এ নিয়ে প্রথম ডোজ নেয়াদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
নেত্রকোণায় সারা দেশের ন্যায় গত ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। জেলা সদরসহ জেলার বাকি ৯টি উপজেলাতেও টিকাদান কর্মসূচি চলছে। তবে বর্তমানে প্রথম ডোজ দেয়া বন্ধ রয়েছে। শুধু প্রথম ডোজ নেয়াদের দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে।