ময়মনসিংহ সদরের চুরখাই বাজারে অভিযান চালিয়ে চারজন পর্নোগ্রাফি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১৪-এর একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান চালায়।এ সময় তাদের কাছ থেকে পর্নোগ্রাফি ব্যবসার কাজে ব্যবহৃত ৩টি ডেস্কটপ কম্পিউটার, ৫টি স্পিকার, ৬টি কার্ড রিডার ও অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. সুজন, মো. আনোয়ার হোসেন, মো. হৃদয় ও মো. বাদশা মিয়া । তারা সবাই সদরের চুরখাই এলাকার বাসিন্দা।
বুধবার বিকেল ৫টায় ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ ব্যাপারে র্যাবের সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে চুরখাই বাজারের তৈয়ব মার্কেটে ‘সুজন কম্পিউটার’ ও ‘আনোয়ার কম্পিউটার’ এবং মফিজ মার্কেটে ‘বাদশা কম্পিউটার‘ নামের দোকানের ভেতর বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অশ্লীল ছবি ও ভিডিও উৎপাদন করে আসছিলেন।
এসব অশ্লীল ছবি ও ভিডিও ভাড়া, বিতরণ, সরবরাহ এবং প্রকাশ্যে প্রদর্শন করে এই চারজন গণ-উপদ্রব সৃষ্টি করে আসছিল। আর তাই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।