বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  •    
  • ৫ মে, ২০২১ ২০:০৪

ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন বলেন, ‘আনোয়ার প্রায় দুই বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিল। এরপর থেকে আনোয়ারকে তার মা সব সময় নজরদারিতে রাখতেন।’

নেত্রকোণার দুর্গাপুরে আনোয়ার হোসেন নামে এক কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের গাঁওকান্দিয়া গ্রামে নিজ বাড়ির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনুর এ আলম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন দুর্গাপুর ডিগ্রি কলেজে স্নাতক (পাস) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ওই শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে ওসি মো. শাহনুর এ আলম জানান, প্রায় দুই বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন আনোয়ার। বুধবার আনোয়ার তার মাকে মসজিদে ফজরের নামাজ পড়ার কথা বলে ঘর থেকে বের হন। ফিরতে দেরি দেখে বাড়ির লোকজন তাকে খুঁজতে থাকেন।

তিনি বলেন, একপর্যায়ে বাড়ির নতুন দালান ঘরের একটি কক্ষের জানালা দিয়ে আনোয়ারকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। জানালার গ্রিল ভেঙে পরিবার ও আশপাশের লোকজন ঘরের ভেতরে ঢোকেন।

ওসি বলেন, পুলিশ এসে দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে পরিবারের পক্ষ থেকে মামলা না করার কথা জানিয়ে আবেদন করলে মরদেহ হস্তান্তর করা হয়।

ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন বলেন, ‘আনোয়ার প্রায় দুই বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিল। এরপর থেকে তাকে তার মা সব সময় নজরদারিতে রাখতেন।’

এ বিভাগের আরো খবর