বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবারও আগুন সুন্দরবনে

  •    
  • ৫ মে, ২০২১ ১৪:০৮

ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার যেখানে আগুন লেগেছিল, এবারের আগুন তার থেকে কিছুটা কাছাকাছি স্থানে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলার তিনটি ইউনিট।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে আবারও লেগেছে আগুন। রেঞ্জের দাসে ভারানি এলাকায় আগের দিনের আগুনে পুড়ে যাওয়া স্থানের দক্ষিণ পাশেই বুধবার সকাল ১০টার দিকে আগুন জ্বলতে দেখা যায়।

আগুন নেভাতে সেখানে গিয়েছে ফায়ার সার্ভিসের বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলার তিনটি ইউনিট।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার দুপুর ১২টার দিকে সুন্দরবনের এই অংশেই আগুন লাগে, যা ২৪ ঘণ্টারও বেশি সময় পর মঙ্গলবার দুপুরে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা গোলাম সরোয়ার বলেন, ‘আবারও আগুন লেগেছে শুনে আমাদের বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলার তিনটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। সোমবার যেখানে আগুন লেগেছিল, এবারের আগুন তার থেকে কিছুটা কাছাকাছি স্থানে। ভোলা নদী থেকে আমরা ২৫টি ডেলিভারি পাইপ লাগিয়ে আগুন লাগার স্থান পর্যন্ত আমরা পৌঁছে গেছি। এবার যেখানে আগুন লেগেছে সেটি লোকালয় থেকে কাছে। এ কারনে আশা করছি আমরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হব।’

বাগেরহাট পূর্ব বন বিভাগের বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন জানিয়েছেন দ্রুতই আগুন নেভানে যাবে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরো খবর