চুয়াডাঙ্গার দর্শনায় বাল্ব পাল্টানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাসরিন খাতুন একই গ্রামের গ্রামের সেলিম উদ্দিনের স্ত্রী।
সেলিম উদ্দিন বলেন, ‘ঘরের বাল্ব কেটে গেলে দোকান যান আমার স্ত্রী। নতুন বাল্ব এনে লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, ‘আমার দুই ছেলে। ঘটনার সময় বাড়িতে তারা কেউ ছিল না।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে নেয়ার আগেই মারা যান নাসরিন। তার হাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোড়া কালো দাগের চিহ্ন আছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।