বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বরিশালে ৩ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

  •    
  • ৪ মে, ২০২১ ১৯:১৮

গোপন খবরে চেক পোস্ট বসিয়ে একটি ট্রাক আটক করা হয়। ওই ট্রাক থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের দেড় কোটি গলদা চিংড়ি রেণু পোনা জব্দ করা হয়। পরে সেগুলো নদীতে অবমুক্ত করা হয়।

বরিশাল নগরীর রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে দেড় কোটি গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে নৌ পুলিশ। তাদের দাবি, এই রেণু পোনার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।

এ ঘটনায় চারজনকে আটকের পর জরিমানাও করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নৌ-সদর থানার উপপরিদর্শক (এসআই) অলোক চৌধুরী।

তিনি জানান, নগরীর রুপাতলীর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মঙ্গলবার দুপুরে চেকপোস্ট বসিয়ে এই চিংড়ি রেণু জব্দ করা হয়।

এই ঘটনায় আটক জাকির, লিটন, রিয়াজ ও টুলুকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসআই অলোক চৌধুরী জানান, নগরীর কলাপাড়া থেকে ট্রাকে করে গলদা চিংড়ির রেণু পোনা খুলনার উদ্দেশ্যে যাওয়ার গোপন খবরে রুপাতলী পল্লী বিদ্যুৎ সমিতির সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। সে সময় একটি ট্রাক আটক করা হয়। ওই ট্রাক থেকে প্রায় ৩ কোটি টাকা মুল্যের ১ কোটি ৫০ লাখ চিংড়ি রেণু পোনা জব্দ করা হয়। ট্রাকে থাকা চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না তাদের ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

জব্দ করা চিংড়ি রেণু পোনাগুলো বরিশালের কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর