কম দামে ডলার বিক্রির নাম করে জাল মুদ্রা ধরিয়ে দেয়ার অভিযোগ ময়মনসিংহের মুক্তাগাছায় দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে ১০০ ডলারের ১৫টি ও ৫০ ডলারের ৫০টি জাল মুদ্রা উদ্ধারের কথাও জানিয়েছে বাহিনীটি।
র্যাব বলছে আটক মো. আজাহারুল ও আজগর আলী দীর্ঘদিন ধরেই এই প্রতারণার সঙ্গে জড়িত।
মঙ্গলবার বিকেলে র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৬ নম্বর মানকোন ইউনিয়নের নিমুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা জানান, ‘এই চক্রটি জাল ডলারের বিক্রি করে প্রতারণা করে আসছে বলে আমাদের কাছে তথ্য আসে। পরে গোয়েন্দা নজরদারিতে এর সত্যতা পাওয়া যায়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই জন জাল ডলার বিক্রির অভিযোগ স্বীকার করেছেন বলেও জানান র্যাব কর্মকর্তা। বলেন, ‘এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা অনুসন্ধান চলছে।’