জামালপুরের মেলান্দহে যুবলীগ নেতা বাবুল মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় ১৬ জনের নামে মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।
মেলান্দহ থানায় বুধবার দুপুরে মামলাটি করেছেন নিহতের বড় ভাই মুক্তি মিয়া।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বাবুল মিয়ার বাড়ি মেলান্দহের নয়ানগর ইউনিয়নের সাধুপুর গ্রামে।
মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি শাহীন বাঘা জানান, বাবুল নয়ানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
মামলার বরাত দিয়ে ওসি জানান, গত সোমবার দুপুরে ধান ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে বাবুল মিয়ার সঙ্গে তার চাচা জয়নাল শেখের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জয়নালের পক্ষ নিয়ে প্রতিবেশী লাল মিয়াসহ কয়েকজন বাবুলকে পিটিয়ে আহত করে।
স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকায় নেয়ার পথে মারা যান বাবুল মিয়া।
ওসি বলেন, রাতেই বাবুল মিয়ার চাচাতো ভাই বাদশা মিয়া ও বাদশার শ্বশুর শরাফত আলীসহ চারজনকে আটক করা হয়েছে। সকালে মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।