বরিশাল সদরে বাড়িতে লাগা আগুনে পুড়ে মারা গেছে শারীরিক প্রতিবন্ধী এক কিশোর।
চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামে মঙ্গলবার ভোররাতে এই অগ্নিকাণ্ড ঘটে।
নিহত কিশোরের নাম মো. মাঈনউদ্দিন। সে ওই গ্রামের আ ন ম মহিউদ্দিনের ছেলে।
চরমোনাই ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন নিউজবাংলাকে জানান, মহিউদ্দিনের বাড়িটি বেশ বড়। সেখানে চারটি পরিবার একসঙ্গে থাকত। প্রত্যেক পরিবারের আলাদা রান্নাঘর ছিল। এর মধ্যে একটি রান্নাঘরে ভোররাতে আগুন লাগলে তা ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। সে সময় বাড়ির সবাই বের হতে পারলেও, হাঁটতে না পারায় আটকা পড়ে মাঈনউদ্দিন।
খবর পেয়ে আগুন নেভাতে যায় ফায়ার সার্ভিস বরিশাল সদরের একটি ইউনিট। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী জানান, ঘটনাস্থল সদর স্টেশন থেকে ২৪ কিলোমিটার দূরে। রাস্তাও বেশ সরু। তাই সেখানে পৌঁছাতে কিছুটা দেরি হয়। ততক্ষণে স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন।
তিনি বলেন, সেখানে গিয়ে আগুন নেভানোর পর ভেতর থেকে উদ্ধার করা হয় শারীরিক প্রতিবন্ধী মাঈনউদ্দিনের দগ্ধ মরদেহ।
রান্নাঘরে লাইনের লিকেজ থেকে গ্যাস বের হয়ে জমে থাকায় আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।