ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মলমলি গ্রামের খাল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০ টার দিকে রেখা রানী পালের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত শশধর মন্ডলের স্ত্রী।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, রেখা রানী পাল সোমবার সকাল ১১ টার দিকে কেষ্টপুর গ্রামের ভাইয়ের বাড়ি থেকে নিজ গ্রামে ফিরছিলেন।
কিন্তু সারাদিনও বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করে। পরে রাত ৮টার দিকে মলমলি গ্রামের খালের ধারে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতর ছেলে অপুর্ব কুমার বলেন, ‘মা পাশের উমেদপুর ইউনিয়নের হালসাদাড়ি গ্রামে যান জমি লিজের টাকা আনতে। লিজের ১১ হাজার টাকা নিয়ে ফেরার সময় তাকে হত্যা করতে পারে দুর্বৃত্তরা।
রেখা রানীর গলায় আঘাতের চিহ্ন এবং মুখ-গলায় রক্তের দাগ ছিল বলে জানিয়েছে পুলিশ।