ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা মাওলানা বেলাল হোসাইন বিন সানাউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে সদর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
তার বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার দড়িয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি গ্রামে।
তিনি কান্দিপাড়া এলাকার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার চাঁদা কালেক্টর হিসেবে কর্মরত আছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন সোমবার রাত সাড়ে ৮ টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হেফাজতের তাণ্ডবে অগ্রণী ভূমিকা পালন করেছেন বেলাল। তা ছাড়া ভিডিও ফুটেজেও তাকে দেখা গেছে।’
হেফাজতের তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় এ পর্যন্ত ৫৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা দায়ের করা হয়।
এসব মামলায় ৪১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৩৫ হাজার লোককে আসামি করা হয়। তাণ্ডবের ঘটনায় পুলিশ বেলালকে নিয়ে মোট ৪০৯ জনকে গ্রেপ্তার করেছে।