বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৬ তলা থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

  •    
  • ৩ মে, ২০২১ ২৩:৩৬

সদর থানার ওসি সেলিম রেজা জানান, চার বছর আগে টমাসের স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন

বগুড়া শহরের বড়গোলা এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির ৬ তলা থেকে লাফ দিয়ে টমাস নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শহরের বড়গোলার প্রাইম ব্যাংকের অপর পাশের গলিতে সোমবার বিকেল ৪ টার দিকে এই ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, টমাস শহরের চকসূত্রাপুরে ভাড়া বাসায় একাই থাকতেন। তিনি মাদকে আসক্ত ছিলেন।

ওসি আরও জানান, টমাস আত্মহত্যা করার জন্য ওই ভবনে উঠেন। সেখানে তার আচরণ সন্দেহজনক মনে হলে তাকে নিচে নেমে আসতে বলেন স্থানীয়রা। তখন তিনি আত্মহত্যা করার ঘোষণা দিয়ে নিজেই পুলিশ ও ফায়ার সার্ভিসকে ডাকতে বলেন। অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পর তাকে থামানোর আগেই ভবন থেকে লাফ দেন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় টমাসের। তার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

চার বছর আগে টমাসের স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বলে জানান ওসি।

এ বিভাগের আরো খবর