মেহেরপুর গাংনী উপজেলা থেকে সাইদুর রহমান মিলন নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে তিনটি ইয়াবাসহ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে এক মাদক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
উপজেলার বামন্দী বাজারে তার নিজের তৈরি পোশাকের দোকান থেকে সোমবার বিকেলে তাকে আটক করা হয়।
সাইদুর রহমান মিলন মটমুড়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তার বাড়ি চরগোয়াল গ্রামে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক আব্দুল মান্নান নিউজবাংলাকে জানান, ওই ইউপি সদস্য নিজ দোকানে ইয়াবা নিয়ে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তিনটি ইয়াবাসহ তাকে আটক করা হয়।
তিনি বলেন, ‘ধারনা করছি, তার কাছে আরও ইয়াবা আছে। তল্লাশির সময় তিনটিই পাওয়া গেছে। এ ঘটনায় তদন্তের পর বিস্তারিত জানানো হবে।’
পরে তার বিরুদ্ধে মাদ্রক দ্রব্য আইনে মামলা করা হয় ও তাকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
তিনি জানান, সাইদুরের নামে আগের একটি মাদক মামলার বিচার প্রক্রিয়াধীন। এছাড়া একটি অস্ত্র মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেয়। সাইদুর জামিনে ছিলেন।