গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক নারীকে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে স্থানীয় বাঁধের পাশ থেকে তাকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়।
রাত সাড়ে সাতটার দিকে ঘটনাটি জানান সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম।
পুলিশের এ কর্মকর্তা নিউজবাংলাকে জানান, ওই নারীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
স্থানীয় লোকজন জানান, কয়েক মাস আগে ওই নারীর স্বামী মারা যান। এরপর থেকে তিনি ছেলে ও ছেলের বউকে নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করছেন।
রোববার রাত তিনটার দিকে তিনি সেহরি রান্নার জন্য ঘুম থেকে ওঠার পর শৌচাগারে যান। সেখান থেকে আঙিনায় ফেরার সময় পাঁচ থেকে ছয়জন তার হাত-মুখ বেঁধে ফেলেন। পরে মুখে কাপড় গুজে দিয়ে তাকে বাঁধে নিয়ে ধর্ষণ করা হয়।
তারা আরও জানান, মাকে না পেয়ে ছেলে রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সকালে তাকে বাঁধের পাশের জমিতে পাওয়া যায়।
গাইবান্ধা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিপন কুমার মুস্তাফি বলেন, ‘চিকিৎসা চলছে। বর্তমানে তার অবস্থা ভালো রয়েছে। সুস্থ হতে কয়েকদিন লাগবে।’