ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের হরতালের সময় নারায়ণগঞ্জে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় হেফাজত, জামায়াত ও বিএনপির তিন নেতাকে ফের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার বিকেলে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল মহসীনের আদালতে তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত এক দিন রিমান্ডে নেয়ার আদেশ দেয়।
তিন নেতা হলেন হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতি বশির উল্লাহ, জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ থানার আমির আবদুল্লাহ আল বাকি ও বিএনপি নেতা মো. ইসলাম।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে নিউজবাংলাকে জানান, হরতালে সহিংসতা ও নাশকতার অভিযোগে পুলিশের করা মামলায় ওই তিন আসামিকে দ্বিতীয় দফায় রিমান্ডে পাঠান বিচারক।
এর আগে গত ১৮ এপ্রিল আব্দুল আল বাকি ও মুফতি বশিরুল্লাহকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়। ২৪ এপ্রিল মো. ইসলামকেও তিন দিন রিমান্ডে পায় পুলিশ।
২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক সহিংসতা চালানো হয়
গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড় থেকে শিমরাইল এলাকা পর্যন্ত হরতাল সমর্থনকারীরা ব্যাপক সহিংসতা চালায়।
ওই দিন যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সসহ অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর হয়। আগুন দেয়া হয় ১৮টি গাড়িতে।
এ ঘটনায় পুলিশ ও র্যাব ছয়টি মামলা করে। পরে আরও তিনটি মামলা করেন ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকরা।