বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

  •    
  • ৩ মে, ২০২১ ২০:৩৬

একজন অস্ত্র ও গুলিসহ ঘোরাফেরা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে এপিবিএন পুলিশ। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ মো. ইউনুছ নামের এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

উখিয়া বালুর মাঠ পুলিশ ক্যাম্প এলাকা থেকে সোমবার বিকাল ৫টার দিকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার (এসপি) নাঈমুল হক নিপু।

ইউনুছ উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ২ নম্বর ব্লকের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন বলে জানান এসপি নাঈমুল।

তিনি জানান, বালুর মাঠ ক্যাম্প সংলগ্ন এলাকায় একজন অস্ত্র ও গুলিসহ ঘোরাফেরা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাঈমুলকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসপি আরও জানান, মিয়ানমার থেকে আসার পর ইউনুছ বালুখালী ক্যাম্প-৯ এর ব্লক-সি/৪ এ পরিবার নিয়ে বসবাস করছিলেন। এ সময় তিনি স্থানীয়ভাবে বিভিন্ন সন্ত্রাসী দলের সঙ্গে যুক্ত ছিলেন। এসব কারণে ২০১৭ সালে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে। পরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধার করে ক্যাম্প-২ এর এ/৩-ব্লকে বসবাসের সুযোগ করে দেয়।

উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ ইউনুছকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এপিবিএন পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর