বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেই ৮ শ্রমিক আর চাকরি ফিরে পাচ্ছেন না

  •    
  • ৩ মে, ২০২১ ২০:০৪

বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আশুলিয়া আঞ্চলিক শাখার তুহিন চৌধুরী বলেন, ‘ছাঁটাই হওয়া আট শ্রমিককে নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু মালিকপক্ষ এদের রাখবে না এবং শ্রম আইনের ২৬ ধারা অনুযায়ী তাদের সর্বোচ্চ বেনিফিট দিয়ে দিবে। আর বেনিফিট দিয়ে দিলেতো কিছু করার থাকে না। আগামী ৮ মে তাদের সব পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে মালিকপক্ষ।

মে দিবসের কর্মসূচিতে অংশ নেয়ায় আশুলিয়ার তৈরি পোশাকের কারখানা ডিকে নিটওয়্যার লিমিটেড থেকে ছাঁটাই হওয়া সেই আট শ্রমিক আর চাকরি ফিরে পাচ্ছেন না।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিকে নিটওয়্যার লিমিটেডের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক আল আমিন হোসেন।

তিনি জানান, এ ব্যাপারে ওই শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের একটি সমঝোতা হয়েছে। সমঝোতাপত্রে ছাঁটাই হওয়া আট শ্রমিক ও সংগঠনের শ্রমিক প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন ।

কারখানাটির শ্রমিক রফিকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘ওরা আমাদের আর নিবো না। তাই সবাই মিলা একটা সমাধান কইরা দিছে। তবে পাওনাদি ৮ তারিখে পরিশোধ কইরা দিবে কইছে। যার যে কয় বছর চাকরির বয়স হইছে তার সাথে দেড়টা বেসিক বেশি দিয়া দিবো। যার দশ বছর হইছে সে সাড়ে এগারোটা বেসিক পাইবো। এখন বেসিক সাড়ে ৫ হাজার টাকা কইরা।’

বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আশুলিয়া আঞ্চলিক শাখার তুহিন চৌধুরী বলেন, ‘ছাঁটাই হওয়া আট শ্রমিককে নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু মালিকপক্ষ এদের রাখবে না এবং শ্রম আইনের ২৬ ধারা অনুযায়ী তাদের সর্বোচ্চ বেনিফিট দিয়ে দিবে। আর বেনিফিট দিয়ে দিলেতো কিছু করার থাকে না। আগামী ৮ মে তাদের সব পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে মালিকপক্ষ। এই শর্তেই শ্রমিক ও আমরা প্রতিনিধিরা সমঝোতাপত্রে স্বাক্ষর করেছি।’

ডিকে নিটওয়্যার লিমিটেডের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক আল আমিন হোসেন নিউজবাংলাকে বলেন, ‘তারা পুরো ফ্যাক্টরিতে কাজকর্ম বন্ধ করে রেখেছিল। ঈদের আগে এটাতো বিশাল ক্ষতি। তবে যাই হোক বিষয়টি নিয়ে একটা সমঝোতা হয়েছে। এর অ্যাগেইনস্টে ওরা যে দাবি-দাওয়া তুলছে সে গুলো আমরা দিতে সম্মত হয়েছি।’

এ বিভাগের আরো খবর