গাজীপুরের টঙ্গী প্রেসক্লাবে আগুনের ঘটনা ঘটেছে।
সোমবার সকাল ৯টার দিকে আগুন লাগার পর টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এমএ হায়দার সরকার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন বলেন, ‘প্রেসক্লাবের উপর দিকে ডেসকোর বিদ্যুতের লাইন ছিল। সেই লাইনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পরপরই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
‘তবে বিদ্যুতের লাইন সচল থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। ডেসকো থেকে লোক এসে বিদ্যুৎ সরবরাহের লাইন বন্ধ করে দিলে আগুন নিয়ন্ত্রণে আসে।’
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি দাবি করেন, আগুনে ক্লাবের দুটি এসি, কম্পিউটারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে।