চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকা থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে সাপটি উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন।
উদ্ধার সাপটি অন্তত ৬ ফুট লম্বা। ওজন প্রায় ৫ কেজি।
জামাল উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘একটি আমগাছ থেকে সাপটি উদ্ধার করি। পরে বন বিভাগকে খবর দিই। এরপর বন বিভাগের লোকজন এসে সাপটি অবমুক্ত করেন।’
বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের রেঞ্জের ইসমাইল হোসেন নিউজবাংলাকে বলেন, উদ্ধার অজগরটি মধ্যবয়সী। সোমবার বেলা ৩টার দিকে সাপটি সীতাকুণ্ডের শীতলপুরে বিটের বনে অবমুক্ত করা হয়েছে।
অজগর বা পাইথন হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাপ। অজগরকে ময়াল নামেও ডাকা হয়। এরা বিষহীন আদিম সাপ। এদের পিছনের পায়ের চিহ্ন পুরো বিলুপ্ত হয়নি।
এরা শিকারকে জোরে পেঁচিয়ে বা পরিবেষ্টন করে তার দম বন্ধ করে। এরপর শিকারকে সাধারণত মাথার দিক থেকে আস্ত গিলে খাওয়া শুরু করে। কারণ এতে শিকারের বাধা দেয়ার ক্ষমতা কমে যায়।