নেত্রকোণার মদনে ধান মাড়াইকে কেন্দ্র করে সংঘর্ষে আহত কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মদন উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে সোমবার সকাল পৌনে ১১টার দিকে তিনি মারা যান।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কৃষক আবুল কাসেমের বাড়ি উপজেলার নায়েকপুর ইউনিয়নের বরাটি গ্রামে। তার বয়স ৬২ বছর।
ওসি ফেরদৌস আলম জানান, রোববার বিকালে বরাটি গ্রামে বোরো ধান মাড়াই করা নিয়ে কৃষক আবুল কাসেমের সঙ্গে প্রতিবেশী কৃষক আব্দুল লতিফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবুল কাসেম গুরুতর আহত হন।
পরে স্বজনেরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান আবুল কাসেম।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছ।