ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের হরতাল চলাকালে নারায়ণগঞ্জে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মাহমুদুল মহসীন এ আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান নিউজবাংলাকে জানান, মহাসড়কে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে পুলিশের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ফারুক হোসেন, আলমগীর হোসেন, মো. রাসেল, নুর উদ্দিন, আকবর হোসেনের দুই দিনের রিমান্ডের আবেদন অনুমোদন করেছে আদালত। তারা হেফাজতের সিদ্ধিরগঞ্জের নেতা ও কর্মী।
গত ২৮ মার্চ হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতালে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড় থেকে শিমরাইল এলাকা পর্যন্ত হরতাল সমর্থনকারীরা সহিংসতা চালায়।
এ দিন যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ভ্যান, প্রাইভেট কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্সসহ অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর করা হয়। আগুন দেয়া হয় ১৮টি গাড়িতে। এ ঘটনার দুই দিন পর পুলিশ ও র্যাব ছয়টি মামলা করে। পরে আরও তিনটি মামলা করেন ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকরা।