বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হেফাজত নেতা সাইফুল্লাহ সাদীসহ গ্রেপ্তার ২

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ মে, ২০২১ ২০:৪০

ওসি আরও বলেন, ‘আগের মামলায় গ্রেপ্তার দেখানো হলেও সন্ত্রাসবিরোধী আইনে এই দুই জনের বিরুদ্ধে নতুন মামলার প্রস্তুতি চলছে। তারা রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। সোমবার তাদের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হবে।

হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদীসহ দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

রোববার বিকেলে হেফাজত নেতা সাইফুল্লাহ সাদীকে সদরের মাইজভারী মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অপর নেতা হাফেজ মাওলানা মনজুরুল হক হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইসলামিক দল ইত্তেফাকুল উলামা ময়মনসিংহের সাধারণ সম্পাদক।

মনজুরুল হককে দুপুরে নগরীর দুধ মহাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, ‘গত ২৮ মার্চ ময়মনসিংহে হরতালের নামে নাশকতা, নগরীর চড়পাড়া মোড়ে পুলিশ বক্স ভাংচুর, বাসে আগুনসহ পুলিশের ওপর হামলার অভিযোগে কোতোয়ালী মডেল থানার এসআই কাশেম বাদি হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন।

ওই মামলাটিতে ২১ এপ্রিল ‘শিশু’বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলামকে একদিনের রিমান্ডে দিয়েছে আদালত।

ওই ঘটনায় জড়িত থাকা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিকেলে হেফাজত নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদীকে মাইজভারী মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুরে নগরীর দুধ মহাল এলাকা থেকে ইত্তেফাকুল উলামার নেতা হাফেজ মাওলানা মনজুরুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও বলেন, ‘আগের মামলায় গ্রেপ্তার দেখানো হলেও সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে নতুন মামলার প্রস্তুতি চলছে। তারা রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। সোমবার তাদের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হবে।

এ বিভাগের আরো খবর