শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় শিশু নিশান। ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে নিশানের মৃতদেহ পুকুরে ভাসতে দেখেন তারা।
ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে রিশান জোয়ার্দার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার উমেদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ুয়াকান্দি গ্রামে রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
১০ বছরের নিশান ওই গ্রামের আশরাফুল জোয়ার্দ্দারের ছেলে। সে চতুর্থ শ্রেণিতে পড়ত।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বাড়ির পাশের পুকুরে দুপুরে গোসল করতে যায় নিশান। ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। এক পর্যায় নিশানের মৃতদেহ পুকুরের পানিতে ভাসতে দেখেন তারা।
এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।