টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ শয্যার নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে এটি উদ্বোধন করেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
এ সময় তিনি বলেন, ‘টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৫০ বেডের করোনা ওয়ার্ড থাকলেও আইসিইউ না থাকায় রোগীদের ঢাকায় পাঠাতে হয়েছে। গত বছর গড়ে প্রতিদিন তিনজন রোগীকে আইসিইউয়ের জন্য ঢাকায় পাঠাতে হয়েছে। এখানে আইসিইউ হয়ে যাওয়ায় রোগীদেরকে আর ঢাকায় পাঠাতে হবে না।’
উদ্বোধন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও শফিকুল ইসলাম সজীব।
এ সময় জেলা প্রশাসক মো. আতাউল গনি, শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ নুরুল আমিন মিয়া, সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সাদিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ অনেকে ছিলেন।