সুনামগঞ্জের দিরাইয়ের একটি বিল থেকে মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার তাড়ল ইউনিয়নের মঙ্গলপুর বিলে শনিবার রাতে মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন।
মরদেহটি গত মঙ্গলবার থেকে নিখোঁজ ওই গ্রামের দুদু মিয়ার বলে দাবি করছে তার পরিবার।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ‘আমরা রাতে মঙ্গলপুর বিল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি। মরদেহে পচন ধরেছে। বিচ্ছিন্ন মাথা পেতে তল্লাশি চালানো হচ্ছে।’
অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ নিজের দেবরের বলে জানান গৃহবধূ রাহিমা খাতুন। তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুর ২টার দিকে তার দেবর দুদু মিয়া ওষুধ আনার কথা বলে বাড়ি থেকে বের হয়। এর পর আর ফেরেননি। অনেক খোঁজাখুজি করেও পাইনি। তবে বিলে পাওয়া মরদেহের পা দেখে এটি দুদু মিয়ার বলে আমরা নিশ্চিত হয়েছি।’
পুলিশ বলছে, বিকৃত মরদেহটি শনাক্ত করতে সময় লাগবে। ময়নাতদন্তের পর জানা যাবে লোকটি কীভাবে মারা গেল।