গাজীপুরের শ্রীপুরে উপজেলার দুলর্ভপুর গ্রাম থেকে বিভিন্ন প্রজাতির ২০টি পাখি উদ্ধার করে বন্যপরিবেশে ছেড়ে দিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
শনিবার দুপুরের দিকে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির আকনের নির্দেশে জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট সাদেকুল ইসলাম অভিযান চালিয়ে পাখিগুলো জব্দ করেন।
উদ্ধার হওয়া পাখিগুলোর মধ্যে রয়েছে সাতটি কালিম পাখি, তিনটি ডাহুক, দুটি বালিহাঁস, তিনটি শালিক ও পাঁচটি ঘুঘু।
সাদেকুল ইসলাম জানান, পাখিগুলো উপজেলার দুর্লভপুর গ্রামের নবীন হোসেন বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিক্রির জন্য রেখেছিলেন। তার বাড়িতে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়।
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্য পরিবেশে পাখিগুলোকে অবমুক্ত করা হয়।
তিনি জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন সম্পর্কে না জানায় নবীনের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে। জানানো হয়েছে, পরেরবার একই ধরনের আইনবিরুদ্ধ কাজ করলে সাজা পেতে হবে।