ফেনী সদরে পারিবারিক কলহের জেরে একজন খুন হয়েছেন।
উপজেলার শর্শদি ইউনিয়নের পূর্ব দেবীপুর গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাইদুল হক। তার বয়স ৮০ বছর।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, শনিবার ইফতারের আগে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে সাইদুলের সঙ্গে তার ছেলে মো. সাইফুল কথা-কাটাকাটি হয়। হাতাহাতির এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন সাইদুল।
স্বজনরা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন, ওসি তদন্ত ওমর হায়দার ও শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া।
ওসি নিজাম উদ্দিন বলেন, এ ঘটনায় তিন জনকে আসামি করে মামলা হয়েছে। তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।