কক্সবাজার শহরে দিনেদুপুরে মোটরসাইকেল চুরির সময় দুই কিশোর হাতেনাতে আটক হয়েছে। তাদের কাছ থেকে তিনটি মোটরসাইকেলের চাবি ও একটি কাটার উদ্ধার করা হয়।
শনিবার বিকেল চারটায় দিকে শহরের তারাবনিয়ারছড়া টিভিএস শো-রুমের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক দুজনেই বয়সে কিশোর। একজনের বয়স ১৫, অন্যজনের ১৭। তারা এর আগেও মোটরসাইকেল চুরি করেছে বলে স্বীকার করে।
দুজনেরই বাড়ি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইম বাজার বড়ছড়া এলাকায়।
মোটরসাইকেলের মালিক ওয়াহিদ বলেন, ‘আমরা চার বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে উখিয়া থেকে গাড়ির কিছু পার্টস কিনতে আসি। আরটিএর মোটরসাইকেলটি রেখে দোকানে ঢুকার কিছুক্ষণ পরে বাইরে দেখি দুইজন ছেলে আমার মোটরসাইকেল চাবি দিয়ে খুলার চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘পরে আমি দৌড়ে গিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলি। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দুইজনকে নিয়ে যায়।’
আটক দুই কিশোর জানায়, তারা মহেশখালী থেকে কক্সবাজার শহরের পাহাড়তলী বাদশা ঘোনা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থাকত।
তাদের দেয়া তথ্যমতে, শহরের চুরি যাওয়া বেশিরভাগ মোটরসাইকেল মহেশখালীতে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রামে বিক্রি করে দেয়া হয়।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, দুই কিশোরকে জিজ্ঞাসাবাদ শেষে কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।