বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রুকসু ভবন এখন ছাত্রলীগের কার্যালয়

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ মে, ২০২১ ২৩:৫৩

ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বলেন, ছাত্র সংসদ সব শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের জন্য। এটা কোনোভাবেই কোনো ছাত্র সংগঠনের দলীয় কার্যালয় না। আমি মনে করি, এই জাতীয় ঘটনার জন্য কলেজ কর্তৃপক্ষের দুর্বলতাই দায়ী।

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র সংসদ (রুকসু) ভবনে জেলা ছাত্রলীগের দলীয় কার্যালয়ের সাইনবোর্ড টাঙানো হয়েছে।

নবগঠিত জেলা ছাত্রলীগের নেতারা গত বৃহস্পতিবার রুকসু ভবনে সাইন বোর্ড টাঙিয়ে দেয়। সাইবোর্ডে লেখা, ‘বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখা’।

জেলা ছাত্রলীগের নেতারা সাইনবোর্ড টাঙানোর বিষয়টি মেনে নিয়ে বলেছেন, দ্রুতই সাইনবোর্ডটি নামিয়ে ফেলা হবে।

রাজেন্দ্র কলেজ সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজের সবশেষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। করোনার কারণে কলেজ বন্ধ করে দেয়ায় ২০২০ ও ২০২১ সালে রুকসু নির্বাচন হয়নি।

নিয়ম অনুযায়ী, রুকসুর নির্বাচন পরের বছর অনুষ্ঠিত না হলে স্বাভাবিকভাবে বাতিল হয়ে যায় আগের কমিটি।

ফরিদপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ও নাগরিক মঞ্চের সহ-সভাপতি শিপ্রা গোস্বামী এ প্রসঙ্গে বলেন, ভবনটি সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ব্যবহার করার কথা। কোনভাবেই রাজনৈতিক সংগঠন তাদের দলীয় কার্যালয় হিসেবে একে ব্যবহার করতে পারে না।

ফরিদপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও রাজেন্দ্র কলেজের ছাত্রদলের সাবেক ভিপি জসিমউদ্দিন মৃধা এ প্রসঙ্গে বলেন, ‘সংসদ সবার, এটা কোনো দলীয় সংগঠনের না। আমার তো মনে হয়, রাজেন্দ্র কলেজ প্রশাসনের মেরুদণ্ড ভেঙ্গে গেছে। তা না হলে কীভাবে রুকসু ভবনে দলীয় সাইনবোর্ড টাঙানো হয়?’

ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি বর্তমান শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এ বিষয়ে বলেন, ‘ছাত্র সংসদ সব শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের জন্য। এটা তো কোনোভাবেই কোনো ছাত্র সংগঠনের দলীয় কার্যালয় না। আমি মনে করি, এই জাতীয় ঘটনার জন্য কলেজ কর্তৃপক্ষের দুর্বলতাই দায়ী।

‘এখন তো সংসদ বিলুপ্ত হয়েছে। তাহলে রুকসু ভবন খোলা কেন? এটা দুঃখজনক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি দেখছে না?’

জেলা ছাত্রলীগের সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কারের পর চলতি বছরের ১ জানুয়ারি জেলা কমিটি ভেঙ্গে দেয়া হয়। এর পর ১৯ জানুয়ারি ২৫ সদস্যবিশিষ্ট একটি কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। সেখানে তানজিদুল রশিদ চৌধুরী রিয়ানকে সভাপতি এবং ফাহিম আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়।

সাইনবোর্ড টাঙানোর বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, রুকসু ভবনে ছাত্রলীগের সাইন বোর্ড টাঙানোর সিদ্ধান্ত ভুল হলে আমরা সেটি সরিয়ে ফেলব।

সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী সাংবাদিকদের বলেন, ছাত্রলীগ ওই ভবনে ‘বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখা’ হিসেবে সাইনবোর্ড টাঙিয়েছে, এটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে থেকে জানতে পেরেছেন। কাজটি ওরা (ছাত্রলীগ) ঠিক করেনি। দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা বলেন, বিষয়টি আমার জানা নেই, এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না।

এ বিভাগের আরো খবর