চাঁদপুরে খালে ডুবে যাওয়া নাতিকে বাঁচাতে গিয়ে নানিরও মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পানিতে ডুবে মৃত নাতি সাফিন হোসেন শিলারচর এলাকায় জাহিদ হোসেনের ছেলে। নানি মমতাজ বেগমের বাড়িও একই এলাকায়।
স্থানীয় লোকজন জানান, দুপুরে সাফিন অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের খালপাড়ে খেলছিল। এ সময় সে খালে পড়ে গেলে অন্য শিশুরা দৌড়ে গিয়ে বাড়িতে জানায়। নাতিকে বাঁচাতে দৌড়ে গিয়ে মমতাজ বেগম খালে ঝাঁপ দিয়ে নিজেও তলিয়ে যান। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী ব্যাপারী জানান, নাতিকে উদ্ধার করতে গিয়ে নানির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকে বিরাজ করছে।