বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অস্বাস্থ্যকর পরিবেশ, কোকোলা ফুডকে দুই লাখ টাকা জরিমানা

  •    
  • ১ মে, ২০২১ ২১:২৫

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান বলেন, ‘অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণসহ ব্যবসা পরিচালনার বৈধ কাগজপত্র না থাকায় কোকোলা ফুড প্রোডাক্টসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।’

গাজীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ অভিযান চালান।

কামরুজ্জামান জানান, কোকোলা ফুড প্রোডাক্টসের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। এর ভিত্তিতে শনিবার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালানো হয়।

এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও বাজারজাতকরণসহ ব্যবসা পরিচালনার বৈধ কাগজপত্র না থাকায় দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া গাজীপুর চৌরাস্তা এলাকায় মিজান রেস্টুরেন্ট নামে আরেক প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পঁচা ও বাসি খাবার বিক্রির অভিযোগে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

রমজান মাসে প্রতিদিনই এ ধরনের অভিযান চলবে বলে জানান জেলা প্রশাসনের এ কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর