ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
উপজেলার বড়তল্লা গ্রামে শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, দুইদিন আগে তালশহর অটোরিকশার স্টেশনের দুই ড্রাইভারের মধ্যে যাত্রী তোলা নিয়ে মারামারি হয়। পরে তারা একে-অপরের নামে মামলা করলে কয়েকজন আসামি গ্রেপ্তার করা হয়।
স্থানীয় লোকজন জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গড়তল্লা গ্রামের শাহিন ও সুজন গ্রুপের লোকজনের বিরোধ চলছিল। শনিবার দুপুর দেড়টার দিকে সুজনের বাড়ির সামনে শাহিনকে ঘোরাঘুরি করতে দেখলে তাকে ঘেরাও করে মারধর করে সুজনের লোকজন। পরে শাহিনের বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে তারাও লোকজনসহ দেশীয় নিয়ে গিয়ে সুজনের লোকজনের সঙ্গে সংঘর্ঘে জড়ায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।
আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল সজিব, মহিউদ্দিন, এসআই বাতেন, সুহান ও আমিনুল।
ওসি জাবেদ আরও জানান, তারা দুজনই আশুগঞ্জ সদরের সালাহ উদ্দিন চেয়ারম্যান ও হানিফ মুন্সির লোক। বহু আগে থেকেই আধিপত্য বিস্তার বিরোধ চলে আসছিল তাদের মধ্যে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করবে। এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে।