চুনারুঘাট থানার ওসি জানান, গত ১৬ এপ্রিল থেকে লাল বানু নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার স্বামী তাজ উদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শুক্রবার বিকেলে কৃষকরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
হবিগঞ্জের চুনারুঘাটে নিখোঁজের ১৪ দিন পর ধানক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার উলুকান্দি গ্রামের পাশে হাওরের জমি থেকে শুক্রবার বিকেল পাঁচটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহটি উলুকান্দি গ্রামের লাল বানুর।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ নিউজবাংলাকে জানান, গত ১৬ এপ্রিল থেকে লাল বানু নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার স্বামী তাজ উদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শুক্রবার বিকেলে কৃষকরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।