চুয়াডাঙ্গায় এক যুবক সাপের কামড় খেয়ে সাপটিকে মেরে সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন।
আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সাপের কামড়ে আহত বজলুল আহমেদ কামালপুর গ্রামের বাসিন্দা।
বজলুল জানান, রাতে বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। এমন সময় ঝোপের ভেতর থেকে একটি সাপ বেরিয়ে তাকে কামড় দেয়। তিনি সাপটিকে ধরে মেরে ফেলেন।
পরিবারের লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি সঙ্গে করে মৃত সাপটিকেও নিয়ে যান, যাতে চিকিৎসার সুবিধা হয়।
তিনি জানান, সাপটি তাকে কামড় দেয়ার পর থেকে তার মাথা ঘুরছে। চোখে ঝাপসা দেখছেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৌরভ হোসেন বলেন, ‘বজলুল আহমেদকে যে সাপটি কামড়েছে সেটি গোখরা। তার ডান পায়ের পাতার কয়েক জায়গায় একাধিকবার সাপটি কামড় দেয়। তাকে এন্টিভেনম দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। বজলুলকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’