ময়মনসিংহের ভালুকায় একটি করাতকলে আগুনের ঘটনা ঘটেছে।
উপজেলার সিডস্টোর এলাকায় শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, করাতকলটির মালিক হাবিবুর রহমান মারা যাওয়ার পর থেকে তার ছেলে মহিউদ্দিন ব্যবসা করতেন। রাত ১০টার দিকে হঠাৎ করেই আগুন লেগে যায়। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
আশপাশের লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। নিয়ন্ত্রণে না এলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন নিউজবাংলাকে জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পাঁচ লাখ টাকার কাঠ পুড়ে ছাই হয়ে গেছে।
মিলে থাকা মিটার চেক করা হয়েছে। বৈদ্যুতিক সব সরঞ্জাম ঠিক রয়েছে। সুতরাং বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগেনি।
ধারণা করা হচ্ছে, কেউ ইচ্ছা করে আগুন লাগিয়ে দিতে পারে। অথবা কারও ফেলে দেয়া সিগারেটের আগুন থেকেও এ আগুন লাগতে পারে।