রংপুরে আগুনে পুড়ে গেছে একটি সেমাই কারখানা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শহরের পশ্চিম খাশবাগ এলাকায় আসলাম হাজির সেমাই কারখানায় শুক্রবার রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াহেদুল ইসলাম নিউজবাংলাকে জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে একটি ও পরে আরও দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানা ছোট হওয়ায় ১৫ থেকে ২০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত না হলেও ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে।
কারখানার মালিক আসলাম হাজি জানান, ঈদ সামনে রেখে শ্রমিকরা পুরোদমে সেমাই তৈরির কাজ করছিলেন। শুক্রবার কাজ শেষে চুলার আগুন নিভিয়ে তারা বাড়ি চলে যান। এরপর কীভাবে আগুন লাগল তিনি বুঝতে পারছেন না।
আসলাম আরও জানান, নিজের সমস্ত পুঁজি দিয়ে কারখানাটি করেছিলেন। আগুন তার সব শেষ করে দিল।