মৌলভীবাজারের কমলগঞ্জে গত মঙ্গলবার আমগাছ নিয়ে বিচারের জেরে চাচা ও চাচাতো ভাইয়েরা মিলে সুমন গোয়ালাকে হাত-পা ও গলা কেটে হত্যা করে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সুরঞ্জিত নিউজবাংলাকে জানান, নিহত ব্যক্তির ভাই সঞ্জু গোয়ালার মামলার ভিত্তিতে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু প্রধান আসামি মনোহর গোয়ালা পলাতক ছিল।
বৃহস্পতিবার র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে মনোহর গোয়ালাকে গ্রেপ্তারের নির্দেশ দিলে শুক্রবার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরথান ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে র্যাবের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তিনি আরও বলেন, তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।