মৌলভীবাজার জেলা কারাগারের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জেল সুপার মো. আনোয়ার হোসেন নিউজবাংলাকে জানান, ১ মার্চ মাদক মামলার আসামি হিসেবে জেলে যান মৌলভীবাজার চা বাগানের নারায়ন রবিদাস।
বৃহস্পতিবার রাত ১১ টা ৫০ মিনিটের দিকে তার বুকে ব্যথা হলে প্রথমে তাকে জেল হাসপাতালের চিকিৎসক তাকে চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার পার্থ সারথী সোম কানুনগো নিউজবাংলাকে জানান, রাত সাড়ে ১২ টার দিকে হৃদরোগ নিয়ে হাসপাতালে মেডিসিন বিভাগে ভর্তি হয়ে রাত ২টার দিকে তিনি মারা যান।
তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। শিগগিরই ময়নাতদন্ত করা হবে।