ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে সাত মাদককারবারিকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে শতাধিক ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ বলেন, ‘ময়মনসিংহকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে নিয়মিত অভিযান চলছে। বৃহস্পতিবার রাতে সাতজনকে গ্রেপ্তার করা হয়। তারা ইয়াবা ও গাঁজা বিক্রি করছিল।’
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতের অভিযানে নান্দাইল চরশ্রীরামপুর থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে মাদককারবারি জনি মিয়াকে। পৃথক অভিযানে জেলা সদরের কুষ্টিয়া নামাপাড়া থেকে রাসেদুজ্জামান ওরফে লিককন ও তারিকুজ্জামান ওরফে তারেক নামে দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৮০ পিস ইয়াবা।
একই রাতে নগরীর মাসকান্দা থেকে ১৮টি ইয়াবাসহ রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। নগরীর সেহড়া ডিবি রোড পূরবী সিনেমা হলের সামনে থেকে ৩০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় শাহাজাদা ওরফে শাহআলম, আশিকুর রহমান ও ইয়াসমিন নামে তিন মাদককারবারিকে।
মাদক উদ্ধারের এসব ঘটনায় পৃথক মামলা হয়েছে। গ্রেপ্তার করা আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।