লালমনিরহাটের হাতীবান্ধায় শুক্রবার সকালে নিজ বাড়ির পুকুর থেকে মিটুন হোসেন নামে এক কাঠমিস্ত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। তার বয়স ২৬ বছর। এটি ‘দুর্ঘটনা’ বলে মনে করছেন পরিবারের লোকজন।
এলাকার বাসিন্দারা জানান, উপজেলার উত্তর পারুলীয়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মিটুন হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ির কাছেই শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছিলেন মিটুন। রাতেই তিনি সেখান থেকে চলে আসেন। কিন্তু নিজ পরিবারের কেউ তাকে ফিরতে দেখেননি।
শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরেই মিটুনের মরদেহ ভাসতে দেখা যায়। পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠায়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‘ময়নাতদন্তের পর জানা যাবে মিটুনের মৃত্যুর কারণ। তবে পরিবারের সদস্যরা এটিকে দুর্ঘটনা মনে করছেন। মিটুন মৃগীরোগে আক্রান্ত ছিলেন বলে তারা জানান।’