জয়পুরহাটে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন দুইটি পরিবারকে পাকা ঘর হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার পণ্ডিতপুর ও পাঁচবিবি উপজেলার খাসবাগুরী গ্রামে রাজশাহীর বিভাগীয় কমিশনারের অর্থায়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তর করা হয়।
গৃহহীনদের হাতে ঘরের প্রতীকী চাবি তুলে দেন রাজশাহীর বিভাগীয় কমশিনার ড. মো. হুমায়ুন কবীর।
নতুন পাকা ঘর পাওয়া বাউল গোলাম মোস্তফা বলেন, আমি জীবনে কোনোদিন ভাবিনি আমার একটি পাকা ঘর হবে। এতদিন পরিবার পরিজন নিয়ে একটি ঝুপড়ি ঘরে বাস করতাম।
পরিবারের সদস্যদের নিয়ে নতুন ঘরে উঠেছেন হামিদা বেগম। তিনি বলেন, ‘নতুন ঘর পেয়ে মনে অনেক শান্তি পাচ্ছি। আগে ঝড়-বৃষ্টির সময় ভয়ে ঘুমাতে পারতাম না। এখন সেই ভয় আর থাকবে না।’
ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলীসহ অনেকে।