নীলফামারীর সৈয়দপুরে মৃতপ্রায় ঘৃণাই করতোয়া নদীকে সচল করতে এর খননকাজ শুরু হয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার শুক্রবার সকালে কাজের উদ্বোধন করেন।
৮৩ কিলোমিটার দীর্ঘ নদীটি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভোটারপাড়া নামক স্থানে মূল করতোয়া নদীর সঙ্গে মিলিত হয়েছে।
শুক্রবার সকালে খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগীয় চিফ ইঞ্জিনিয়ার জ্যোতি প্রসাদ ঘোষ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ,পানি উন্নয়ন বোর্ডের সৈয়দপুর বিভাগীয় নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল রায় ও নীলফামারীর বিভাগীয় নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, ‘ম্যানেজমেন্টের অভাবে আমরা উপরিভাগের পানি ধরে রাখতে পারছি না। এখন কাজ হবে ইরিগেশন, নৌপথ খুলে দেয়া, গ্রাউন্ড ওয়াটার রিসার্চ করা, মাছ চাষ, প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলা। আমরা মনে করি এটা হবে ডেল্টা প্ল্যানের ফাউন্ডেশন।’
ঘৃণাই করতোয়া নদীটি এখন মৃতপ্রায়। এই নদীকে সচল করতে প্রথম ধাপে ৩৫ কিলোমিটার খননের ব্যয় ধরা হয়েছে সাত কোটি ৭৫ লাখ টাকা। এ বছর অক্টোবর মাসের মধ্যে খননকাজ শেষ করার কথা রয়েছে। মেসার্স নিয়াজ ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান খননকাজটি করছে।