বরিশালের গৌরনদী উপজেলার বেদে পল্লিতে দুই দল বেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ঘর ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার টরকী এলাকায় বেদে পল্লির নাছির সরদারের দল ও স্বপন তালুকদারের দলের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রব হাওলাদার জানান, আহতরা টরকী এলাকার স্থানীয় ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
বৃহস্পতিবার বিকেলে প্রথম দফা সংঘর্ষ হয় এই দুই দলের মধ্যে। এর ধারাবাহিকতায় শুক্রবারও সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র এবং এএসপি রব হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুই পক্ষের সঙ্গে আলোচনা করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ভবিষ্যতে কেউ শান্তি-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে বরিশালের এএসপি মো. শাহজাহান হোসেন।