দুর্বৃত্তের ছুরিকাঘাতে কুমিল্লা ইপিজেডে চীনের এটি প্রতিষ্ঠানের মানবসম্পদ (এইচআর) বিভাগে কর্মরত খায়রুল বাশার নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা ইপিজেডের সামনে এ ঘটনা ঘটে।
হাবিবুল বাশারের সহকর্মী নাজমুল হাসান বলেন, ‘চীনা কোম্পানি সিং- সাং সু’র এইচআর বিভাগের কর্মকর্তা ছিলেন বাশার।
বিকেল সাড়ে ৪টায় খায়রুল বাশার অফিস থেকে বাড়ী ফেরার পথে ইপিজেডের সামনে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।’
পরে স্থানীয়রা গুরুত্বর আহত খায়রুল বাশারকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা জানতে পারছি, ওই কোম্পানী থেকে চাকরিচ্যুত করার অভিযোগ এনে এক যুবক আরও কয়েকজনসহ খায়রুল বাশারকে কুপিয়ে জখম করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেডিক্যালে রয়েছে। ওই কোম্পানির নথিপত্র থেকে তথ্য পরিচয় নিয়ে আমরা ওই যুবককে আটক করতে অভিযান শুরু করেছি।’
নিহত খায়রুল বাশার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মনোহরপুর এলাকার আবদুল মোমেনের ছেলে। তিনি কয়েক বছর আগে বিয়ে করেন। তার স্ত্রী সন্তানসম্ভবা।