বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশ ‘ধরার’ পর যুবকের মৃত্যু

  •    
  • ৩০ এপ্রিল, ২০২১ ২০:৪৯

সানাউলের ভাই মাসুদ রানা বিশ্বাস অভিযোগ করে বলেন, ‘ভাইকে ধাওয়া করে ধরার সময় আঘাত করা হয়। একসাথে তিনজন পুলিশ সদস্য তাকে নিচে ফেলে জাপটে ধরেছিল। এরপর মারতে মারতে মাইক্রোবাসে উঠিয়েছে। এভাবে মারার কারণে ভাইয়ের মৃত্যু হয়েছে।’

সানাউল হক নামে এক যুবককে গ্রেপ্তার করতে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় পুলিশ। ধাওয়া করার সময় পড়ে গিয়ে আহত হন যুবক। তাকে পাঠানো হয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সানাউলের।

ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলার চাঁন শিকারী গ্রামে। আটকের পাঁচ ঘণ্টার মধ্যে সানাউলের মৃত্যুর জন্য তার পরিবার পুলিশের ‘নির্যাতন’কে দায়ী করেছে। তবে পুলিশ নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁন শিকারী গ্রামে সানাউলের বাড়িতে ১৩ এপ্রিল অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তখন সানাউলকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় ভোলাহাট থানায় সানাউলকে আসামি করে মামলা হয়।

এরপর সানাউলকে গ্রেপ্তার করতে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় অভিযান চালায় পুলিশ। পুলিশ দেখে সানাউল দৌড়ে পালানোর সময় পড়ে যান। বুকে ও হাটুতে আঘাত পেলে তাকে হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে মারা যান তিনি।

সানাউলের ভাই মাসুদ রানা বিশ্বাস অভিযোগ করে বলেন, ‘ভাইকে ধাওয়া করে ধরার সময় আঘাত করা হয়। একসাথে তিনজন পুলিশ সদস্য তাকে নিচে ফেলে জাপটে ধরেছিল। এরপর মারতে মারতে মাইক্রোবাসে উঠিয়েছে। এভাবে মারার কারণে ভাইয়ের মৃত্যু হয়েছে।’

তবে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বলেন, ‘কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি। পুলিশ সানাউলকে ধরতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। দৌড়ানোর এক পর্যায়ে পড়ে যান, তখন পুলিশ তাকে ধরে ফেলে। পরে সানাউল বুকে ব্যথার কথা জানালে প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তাকে রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত পৌনে একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সানাউল।’

এ বিভাগের আরো খবর