বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনে জরিমানা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ এপ্রিল, ২০২১ ১৭:১৩

ত্রিশাল উপজেলার ইউএনও মুস্তাফিজুর রহমান বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে কারখানার ব্যবস্থাপককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের বিনা শ্রম কারাদণ্ড দেয়া হয়।’

ময়মনসিংহের ত্রিশালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করায় কারখানার ব্যবস্থাপককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় সাইমা সেমাই কারখানায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে এ জরিমানা আদায় করা হয়।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুস্তাফিজুর রহমান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে কারখানার ব্যবস্থাপককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের বিনা শ্রম কারাদণ্ড দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় র‍্যাব-১৪ ময়মনসিংহের একটি টিম ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুস্তাফিজুর রহমান বলেন, ‘সাইমা সেমাই কারখানাটি অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও নোংরা পরিবেশে প্যাকেটজাত করছিল। কারখানায় নিয়োজিত শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বা গ্লাভস পরেননি। সেমাইয়ের খামির উন্মুক্তভাবে রাখায় তাতে ময়লা ও পোকা পড়ে ছিল। আর সেগুলোসহই সেমাই বানানো হচ্ছিল।

‘এ ছাড়া সেমাই উৎপাদনে ব্যবহৃত ডালডা নোংরা অবস্থায় মেঝেতে পড়ে থাকায় তাতে ময়লা জমে ছিল। কারখানার ভেতর ও তার আশপাশের পরিবেশ মারাত্মক নোংরা ছিল যা খাদ্যদ্রব্য উৎপাদনের জন্য অনুপযুক্ত।’

এ বিভাগের আরো খবর