জয়পুরহাট সদর উপজেলায় যুবক হত্যার এক মাসের বেশি সময় পর তার বন্ধুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার জয় হোসেনের বাড়ি উপজেলার ভিটি হাজিপাড়া গ্রামে।
জেলা পুলিশ সুপার (এসপি) মাসুম আহাম্মদ ভুঞা বৃহস্পতিবার রাতে নিউজবাংলাকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, গত ১৩ মার্চ সুমন হোসেন নামের এক যুবককে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৪ মার্চ তার মৃত্যু হয়। মৃত্যুর পরদিন সুমনের বাবা চাঁদ মিয়া সদর থানায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে হত্যা মামলা করেন।
এরপর ২০ এপ্রিল মামলাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। তদন্তের পর বৃহস্পতিবার ভোর রাতে বাড়ি থেকে জয়কে গ্রেপ্তার করা হয়।
এসপি জানান, জয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি পুলিশকে জানান, সুমন তার কাছের বন্ধু ছিল। মাদক বিক্রির পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জয়সহ তিন যুবক সুমনকে ছুরিকাঘাত করে একটি বাগানে ফেলে রেখে পালিয়ে যায়।
জয় আদালতে জবানবন্দি দিয়েছেন। হত্যায় জড়িত বাকিদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।